1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নিহত ৯১

  • সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩৭৫ বার দেখা হয়েছে

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৯১ জনে । নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি বলছে, আজ রোববার (৩০ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ মোরবি জেলায় মাছু নদীর উপর ওই ঝুলন্ত সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই সময় নদীতে শতাধিক মানুষ ছিটকে পড়ে যায়। নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

দেশটির এক মন্ত্রী বলেছেন, সরকার এই দুর্ঘটনার দায় নিজেদের কাঁধে নিয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৬ টা ৪২ মিনিটে ব্রিজটি ধসে পড়ে। সেইসময় ব্রিজটিতে অন্তত ৫০০ জন ছিলেন। হিন্দু ধর্মাবলম্বী তাদের এক পূজা পালনের জন্য জড়ো হয়েছিলেন।

রিপোর্টের বরাত দিয়ে বলা হয়েছে, নদীতে এখনো ১০০ জন আটকা পড়ে আছেন। ভিডিওতে দেখা গেছে, অনেকে অন্ধকারের মধ্যে নদীর তীরে ফেরার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

খবর  : বিবিসি ও  এনডিটিভি।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com