চট্টগ্রামের আকবর শাহ এলাকায় শর্টসার্কিটের আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ ৯ সদস্য দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাতে আকবর শাহ থানার বিশ্বাসপাড়ার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, আহত ৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসন্তানসহ ৯ জন আহত হন। তাঁদের মধ্যে মিজানুর রহমানের শরীরের ৩৬ শতাংশের বেশি পুড়ে গেছে। অন্যরা শঙ্কামুক্ত রয়েছেন। চমেক হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।