1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর

  • সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ১২৫৯ বার দেখা হয়েছে

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই। আজ শনিবার করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজধানী ঢাকার বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মুর্তজা বশীরের বয়স হয়েছিল ৮৮ বছর।

শিল্পীর মেয়ে মুনিরা বশীর তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে মুর্তজা বশীর মারা যান।

প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। মুর্তজা বশীর একাধারে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের পর রক্তাক্ত আবুল বরকতকে যাঁরা হাসপাতালে নিয়ে যান, মুর্তজা বশীরও তাঁদের মধ্যে ছিলেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com