1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

চাঁদপুরে রমজান উপলক্ষে দুই ব্যবসায়ীর অসামান্য উদ্যোগ

  • সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে

চাঁদপুরে জেলার ফরিদগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে দুই ক্ষুদ্র ব্যবসায়ী ভিন্ন উদ্যোগ নিয়েছেন। একজন ওষুধ বিক্রেতা আর অন্যজন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রেতা। ওষুধ বিক্রেতা শুধু কেনা দামে আর অন্যজন ১ টাকা লাভে পণ্য বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। কয়েকটি মুসলিমপ্রধান দেশে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম কমিয়ে দেন আর বাংলাদেশের ব্যবসায়ীরা বাড়িয়ে দেন- এ অপবাদ ঘোচাতে তাদের এই অনন্য উদ্যোগ।

উপজেলার পূর্ব বালিথুবার সানকি সাইর বাজারের মায়ের দোয়া ফার্মেসির মালিক মোস্তফা কামাল ঘোষণা করেছেন, রমজান মাসে ক্রেতার কাছে সব ওষুধ কেনা দামে বিক্রি করবেন। অন্যদিকে পৌরসভার মধ্য চরকুমিরা মহিলা মাদ্রাসা সংলগ্ন মুদি ব্যবসায়ী শাহআলম তার শাহআলম স্টোরে বিশেষ অফার দিয়েছেন ইফতারসামগ্রী বেচাকেনার ওপর। দোকানের সামনে একটি ফেস্টুন ঝুলিয়ে সেখানে লিখেছেন- ‘বিশেষ অফার! ছোলা, খেসারির ডাল, বেসন, মুড়ি, চিড়া, খেজুর ইত্যাদি ১ টাকা লাভে বিক্রি করা হবে।’

রমজান উপলক্ষে দুজন ক্ষুদ্র ব্যবসায়ীর এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ টাকা লাভে ইফতারসামগ্রী বিক্রি করার বিষয়টি যাচাই করতে শাহআলম মালের দোকানে গেলে সত্যতা পাওয়া যায়। তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি থেকে এই বিশেষ অফার ঘোষণা করেছেন এবং সেদিন থেকেই বিক্রি শুরু করেছেন। চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। শাহআলম আরও বলেন, ‘আগের চেয়ে বেচাবিক্রি বেড়েছে। এলাকার মানুষজন এমনকি দেশ-বিদেশের ক্রেতারাও পণ্য অর্ডার করছেন।’

এদিকে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অফিস অ্যাসিস্ট্যান্ট বালিথুবা পূর্ব সানকি সাইর মায়ের দোয়া ফার্মেসির গোলাম মোস্তফা বলেন, তিনি রমজানের প্রথম দিন থেকে চাঁদরাত পর্যন্ত ক্রয়মূল্যে সব ধরনের ওষুধ বিক্রি করবেন। অসহায় রোগী ছাড়াও সবার জন্য রমজানে এ কাজটি করতে পারবেন বলে তিনি খুবই আনন্দিত। নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে এবং ফটোকপি করে বিভিন্ন দোকানে সেঁটে বিষয়টি প্রচার করেছেন গোলাম মোস্তফা।

ক্রেতারা মুদি ও ওষুধ ব্যবসায়ীর প্রসঙ্গে বলেন, ‘দোকান দুটি থেকে নিয়মিত বাজারদর থেকে পণ্যের দাম কম পাওয়া যাচ্ছে। তাদের এ উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।’

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com