গত ১ই মার্চ চৈতী গ্রুপ গার্মেন্টস ডিভিশন-১, ৪৩, চালাবন, দক্ষিণখান, ঢাকা-১২৩০ ঠিকানায় অবস্থিত কারখানা সমূহে ইউনিলিভার এর সেনসিটিভ এক্সপার্ট পেপসোডেন্ট এর উদ্দ্যেগে দিন ব্যাপি কারখানায় কর্মরত সকল শ্রমিক/ কর্মচারীদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ দাঁতের সমস্যায় ভুক্তভোগী এমন রোগীদেরকে বিনামূল্যে ডেন্টাল সেবা প্রদান করা হয়।
উক্ত কর্মসূচীতে চৈতী গ্রুপের পক্ষে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোঃ শাহ- আলম (জি.এম – প্রডাকশন) এবং জনাব মোহাম্মদ জাকির হোসেন (এজিএম এইচআর, এডমিন এন্ড কম্প্লায়েন্স)। পক্ষান্তরে ইউনিলিভার বাংলাদেশ এর পক্ষে নিশাদ তানজিম, বিশেষজ্ঞ ডাক্তার ও একটি দক্ষ টিম উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে জনাব মোঃ শাহ- আলম (জি.এম- প্রডাকশন) এবং জনাব মোহাম্মদ জাকির হোসেন (এজিএম – এইচআর, এডমিন এন্ড কম্প্লায়েন্স) উক্ত বিনামূল্যে ডেন্টাল সেবা প্রদান করার জন্য ইউনিলিভার বাংলাদেশ কে ধন্যবাদ জানান। পরিশেষে, ইউনিলিভার বাংলাদেশ এর সেনসেটিভ এক্সপার্ট পেপসোডেন্ট এর পক্ষ থেকে কারখানায় কর্মরত সবাইকে উপহার স্বরুপ একটি করে টুটপেস্ট প্রদান করা হয়।