বিসিবি প্রেসিডেন্টস কাপে জয় দিয়ে শুরু করতে চান তামিম ইকবাল। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে তামিম একাদশের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি। মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ না পেলেও ফেসবুক পেজে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা।
ম্যাচের আগেরদিন মিরপুরে কঠিন অনুশীলন করেছে তামিম একাদশ। তামিম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা আমাদের প্রথম ম্যাচ। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দল হিসেবে আমরা দুটি বাড়তি দিন অনুশীলন করতে পেরেছি, এটা একটা অ্যাডভান্টেজ ছিল। আশা করি শুরুটা ভালো করতে পারবো।’
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে পূর্ণ দায়িত্ব পাওয়ার পর বিসিবি নির্বাচিত কোনও দলের নেতৃত্ব দেননি তামিম। কালকের ম্যাচই তাকে প্রথম দেবে সেই স্বাদ।
তামিমের দলে যুব বিশ্বকাপজয়ী দলের চারজন ক্রিকেটার আছেন। অধিনায়ক আকবর আলীসহ টপ অর্ডারে তানজিদ হাসান তামিম, মিডল অর্ডারে শাহাদাত হোসন এবং পেসার শরিফুল ইসলাম। তরুণ এই ক্রিকেটারদের নিয়ে দারুণ রোমাঞ্চিত তামিম, ‘অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন খেলোয়াড়ও এখন দলে। ওদের সাথে অনুশীলনের একটা অভিজ্ঞতাও হয়েছে। ওরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কীভাবে কী করলো সে বিষয়েও কথা হয়েছে।’
পুরো টুর্নামেন্টটিই রোমাঞ্চ ছড়াবে বলে মনে করেন তামিম, ‘এই টুর্নামেন্টটি হাই-ভোল্টেজ হবে। প্রতিটি খেলোয়াড় রোমাঞ্চিত। আমরা আজ ভালো অনুশীলন করেছি। আশা করি কালকের ম্যাচ দারুণ হবে। ’
মাহমুদউল্লাহর দল প্রথম ম্যাচটি হেরে কিছুটা ব্যাকফুটে আছে বটে। কিন্তু এই দলটাও বেশ ভালো। তারাও যেকোনও মূল্যে জয়ে ফিরতে মরিয়া থাকবে। সবকিছু মিলিয়ে মঙ্গলবার দিবারাত্রির ম্যাচটি রোমাঞ্চ ছড়াবে।
১২ দিনের এই টুর্নামেন্টে খেলছে তিনটি দল। মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ না থাকায় দর্শকরা ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচটি দেখতে পারবেন। ম্যাচটি বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/bcbtigercricket) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ বেতারে শোনা যাবে ধারাবিবরণী।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, সুমন খান,ইবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি।