1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

জীবন একটাই, বুক ভরে শ্বাস নাও

  • সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১০৬৯ বার দেখা হয়েছে

ধরো, তুমি একজন অসফল মানুষ।

তোমার নেই কোন কর্পোরেট ডেজিগনেশন। সামাজিক গ্রহনযোগ্যতা। নেই ব্যাংকে অঢেল টাকা। রাজধানী শহরে দুটো প্লট নেই। নতুন যে আল্ট্রা মডার্ন গাড়ি বাজারে এসেছে, তার দাম জানবার আগ্রহ নেই। অর্থনৈতিক অস্বচ্ছলতার কারনে প্রেমিকাকে আজন্ম পাওয়ার সুযোগ নেই।

ধরো, তোমার মা গর্ব নিয়ে বলতে পারেনা- আমার সন্তান বড় চাকুরী করে। তোমার বাবা মাথা উচু করে কাউকে জানাতে পারেনা- মাস শেষে ছেলে আমার ভাল বেতন পায়।

ধরো, তোমার পরীক্ষার রেজাল্ট অন্য দশ জনের চেয়ে খারাপ। তোমার চাকরি হচ্ছেনা। পকেটে টাকা নেই। মাস শেষে মেস ভাড়া আটকে গেলে, বাড়িওয়ালা নানান কথা শোনায়।

ধরো, তোমার বয়স ২৩ পেরিয়েছে। গায়ের রং কালো বলে বিয়ে হচ্ছেনা। প্রতিবেশিরা তোমাকে নিয়ে নানান গুজব রটায়। প্রেমিক ধোকা দিয়ে চলে গেছে।

ধরো,

সংসার, দায়িত্ব, দায়বদ্ধতাকে স্কিপ করে বাঁচতে চাইছো।

ধরো, তোমার ভাল লাগে সমুদ্র। যেখানে ঢেউ ও বালির মিলনে পাড় ভাঙার শব্দ হয়। বুকের ভেতর ভাংচূর লাগে।

ধরো, ইচ্ছে করে কোথাও পালিয়ে যাবে। পাহাড়ের উপর বসে চাঁদ দেখতে দেখতে দু কাপ রং চা খাবে।

ধরো, বৃষ্টি হলে ভিজতে ইচ্ছে করে। তীব্র শীতের ভেতর হাঁটতে ইচ্ছে করে সরিষার ক্ষেত। খুব ভোরে ঘাসের উপর জমা শিশিরে পা ভেজাতে ভাল লাগে।

বাঁচো।

যেভাবে, যা করে তুমি আনন্দ পাও; সেভাবেই বাঁচো। জীবন ছেড়ে পালিয়ে যেয়ো না।

জীবন থেকে পালিয়ে গেলে, আর কখনোই ফিরে আসা যাবেনা।

ক্ষুদ্র এই জীবন দ্বিতীয়বার পাওয়া যায়না।

যেভাবে বাঁচতে ভাল লাগে, সেভাবেই বাঁচো।

জীবন একটাই।

বুক ভরে শ্বাস নাও।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com