1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

ঢাকামুখী মানুষের ঢল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে

  • সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১১৮১ বার দেখা হয়েছে

ঈদ শেষে রাস্তায় নানামুখী ভোগান্তি নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী হাজার হাজার মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ছোট যানবাহনের কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে তাদের। যাত্রাপথে ভেঙে ভেঙে ঘাটে গিয়ে ফেরিতেও উঠতে হচ্ছে গাদাগাদি করে। ফলে চাইলেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে পানতে পারছেন না অনেকে।

আব্দুল কাদের নামের একজন যাত্রী জানান, স্ত্রী-সন্তানদের নিয়ে কর্মস্থল যাচ্ছি। ভেঙে ভেঙে ঘাটে এসেছি। ৩০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৬০০ টাকা। যে জন্য গণপরিবহন বন্ধ তা কি সফল হচ্ছে? আবার ফেরিতে এসেও গাদাগাদি। এতে সরকারের কোনো লাভ হচ্ছে না, দেশেরও কোনো লাভ হচ্ছে না। উল্টো সংক্রমণ বাড়বে, মানুষেরও ভোগান্তি।

ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচার–কাজির হাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। কর্মস্থলে ফেরা যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। সবগুলো ফেরি পারাপারে নিযোজিত রয়েছে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com