গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি টিম বাংলাদেশ । তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। এজন্য টি-টোয়েন্টি কনসালটেন্ট হিসেবে আনা হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে,দলের নেতৃত্বেও এসেছে বদল। নিজেদের পরিবর্তন দেখানোর মিশনের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গতকাল মধ্য রাতে (১২টার দিকে) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছে টাইগাররা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া অধিনায়ক সাকিব আল হাসান সরাসরি নিউজিল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। ১৪ অক্টোবর ফাইনালের একদিন পর, অর্থাৎ ১৬ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপ ১৬ অক্টোবর শুরু হলেও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৪ তারিখ। এবারের আসরে সরাসরি সুপার টুয়েলভে অংশ নেবে টাইগাররা।