1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

দরুদ

  • সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১১৫১ বার দেখা হয়েছে

বেশি বেশি দরুদ পড়ো। যত পারো দরুদে নিমগ্ন থাকো। তোমার সকল অস্থিরতা ও দুশ্চিন্তা ভেসে যাবে। তোমার গুনাহরাজি ক্ষমা পাবে।
—উবাই ইবনে কাব (রা); তিরমিজী

একদিন নবীজী (স) আমাদের কাছে এলেন। আমরা তাঁকে বললাম, ‘হে আল্লাহর রসুল! আপনার ওপর সালাম পাঠানোর পদ্ধতি আমরা জানি। কিন্তু আপনার ওপর দরুদ কীভাবে পড়ব?’  তিনি বললেন, ‘হে আল্লাহ! রহম করো মুহাম্মদ ও তাঁর পরিবারের ওপর, যেভাবে তুমি রহম করেছিলে ইব্রাহিম এবং তাঁর পরিবারের ওপর। নিঃসন্দেহে তুমি প্রশংসিত মহামহান! হে আল্লাহ! বরকত দান করো মুহাম্মদ এবং তাঁর পরিবারের ওপর, যেভাবে তুমি বরকত দিয়েছিলে ইব্রাহিম এবং তাঁর পরিবারের ওপর।নিঃসন্দেহে তুমি প্রশংসিত মহামহান!’ (নামাজে আমরা এই দরুদটিই পড়ে থাকি)
—কাব ইবনে উজরাহ (রা); বোখারী, মুসলিম

আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠকারীই মহাবিচার দিবসে আমার সবচেয়ে কাছে থাকবে।
—আবদুল্লাহ ইবনে মাসউদ (রা); তিরমিজী

আমার ওপর যে একবার দরুদ পড়বে, আল্লাহ তার ওপর ১০ বার রহমত বর্ষণ করবেন।
—আবদুল্লাহ ইবনে আমর (রা); মুসলিম

কারো সামনে আমার নাম আলোচিত হওয়ার পর সে যদি দরুদ না পড়ে, তাহলে সে আসলেই কৃপণ।
—আলী ইবনে আবু তালিব (রা); তিরমিজী

শুক্রবার সপ্তাহের সেরা দিন। এই দিন আমার ওপর বেশি বেশি দরুদ পড়ো। তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। সাহাবীরা আরজ করলেন, ‘আপনি যখন জমিনের সাথে মিশে গিয়ে আরাম করতে থাকবেন, তখন আমাদের দরুদ কীভাবে আপনার কাছে পেশ করা হবে?’ তিনি বললেন, ‘আল্লাহ নবীদের দেহ জমিনের জন্যে নিষিদ্ধ করে দিয়েছেন (মাটি নবীদের দেহকে গ্রাস করতে পারবে না)।’
—আউস ইবনে আউস (রা); আবু দাউদ

যখন তোমরা আমাকে সালাম পাঠাবে, তখন আল্লাহ আমার রুহ ফেরত পাঠাবেন এবং আমি সালামের জবাব দেবো।
—আবু হুরায়রা (রা); আবু দাউদ

আমার কবরকে তোমরা আনন্দ-উৎসবের স্থানে পরিণত কোরো না। বরং আমার ওপর দরুদ পড়ো। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায়।
—আবু হুরায়রা (রা); আবু দাউদ

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com