1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

দীর্ঘ ১৫ বছর পরে ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা  

  • সময় শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৮৬৯ বার দেখা হয়েছে
Palestinian president Mahmud Abbas holds a placard showing maps of (L to R) historical Palestine, the 1947 United Nations partition plan on Palestine, the 1948-1967 borders between the Palestinian territories and Israel, and a current map of the Palestinian territories without Israeli-annexed areas and settlements, as he attends an Arab League emergency meeting discussing the US-brokered proposal for a settlement of the Middle East conflict at the league headquarters in the Egyptian capital Cairo on February 1, 2020. (Photo by Khaled DESOUKI / AFP) (Photo by KHALED DESOUKI/AFP via Getty Images)

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন।ধারনা করা হচ্ছে দীর্ঘ ১৫ বছর পর জাতীয় নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে দেশটিতে।

মাহমুদ আব্বাসের কার্যালয় শুক্রবার এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়েছে, আগামী ২২ মে পার্লামেন্ট নির্বাচন এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০০৬ সালে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সবাইকে নির্বাক করে দিয়ে হামাস বিজয়ী হয়।

হামাসের ওই জয়ের পর পরই ২০০৭ সাল থেকে দীর্ঘ সময় গাজা অবরোধ করে রাখে ইসরাইল।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের বক্তব্যে বরাত দিয়ে জানা যায়, অধিকৃত পশ্চিমতীর, গাজা ও পূর্ব জেরুজালেমসহ দেশটির সব এলাকায়ই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ইসরাইল জেরুজালেমে নির্বাচনসহ ফিলিস্তিনিদের সব ধরনের তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © RMGBDNEWS24.COM