দুর্নীতি দমন কমিশনের আইন শাখার মহাপরিচালক মফিজুর রহমান মারা গেছেন। মঙ্গলবার ভোরে তিনি নিজ বাসায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সোমবার দিবাগত রাত ২টায় দুদক মহাপরিচালক মফিজুর রহমান হৃদরোগ আক্রান্ত হন। এরপর তিনি ভোরে মারা যান।