রংপুরের গঙ্গাচড়া, কক্সবাজারের মহেশখালী, মানিকগঞ্জের ঘিওর ও দৌলপুতর, ফেনীর সোনাগাজী, মাদারীপুরের শিবচর, ঢাকার ধামরাই, চট্টগ্রামের মীরসরাই ও বোয়ালখালী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, বরিশালের উজিরপুর, মেহেরপুরের মুজিবনগর, সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া এবং পাবনার আটঘরিয়ায় বজ্রপাতে রোববার ১৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ একই দিনে উদ্ধার করা হয়। এ ছাড়া নোয়াখালীর সেনবাগ ও পটুয়াখালীর দশমিনায় তিন গরু মারা গেছে।