দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ৫ হাজার ৭৪৭ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬৯৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৭ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬১১টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৫৮টি। এখন পর্যন্ত ২২ লাখ ২১ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৯৬ জন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৩৪ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৭.৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮.৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৬ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৪ হাজার ৪২২ জন এবং নারী মারা গেছেন এক হাজার ৩২৫ জন। সর্বশেষ ২৪ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।