বুধবার (১৪ এপ্রিল) থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়ছেন অনেকেই। দক্ষিণবঙ্গের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ কয়েকগুণ বেড়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিমুলিয়া ঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিল সহস্রাধিক যান। অপরদিকে, বাংলাবাজার ঘাটে অপেক্ষমাণ ছিল কমপক্ষে সাত শতাধিক যান।
এদিকে, মঙ্গলবার সকাল থেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি অবস্থায় ফেরিতে বিপুল মানুষকে পারাপার হতে দেখা গেছে। যাত্রীদের চাপ বাড়ায় পারাপারে স্বাভাবিক অবস্থার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়াও গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। স্পিডবোট স্বাভাবিক সময়ের ভাড়া ১৫০ টাকার বদলে ৩০০ টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
বাস বন্ধ থাকার পরও ট্রাক, পিকাপসহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার মানুষ শিমুলিয়া ঘাটে আসছেন। ঘাট পর্যন্ত পৌঁছাতে বিভিন্ন যানবাহন জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে।