নারী দিবসটি উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস |1857 খ্রিস্টাব্দের মজুরি বৈষম্য ,কর্মঘন্টা নির্ধারণ ও অমানবিক পরিশ্রম এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন নারীরা|এই দিবসটি স্মরণ করে নারী শক্তির জয় ধ্বনি আজ ছড়িয়ে পড়েছে দেশ দেশান্তরে| নারী দিবস উদযাপনের মূল উদ্দেশ্য নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে সমান মর্যাদা ও অধিকার প্রদান করা ,বাংলাদেশেও যথাযথ মর্যাদায় নারী দিবস উদযাপিত হয়ে আসছে, তারই ধারাবাহিকতায় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিটপী গ্রপ এর অঙ্গপ্রতিষ্ঠান, ঢাকা ইপিজেডে অবস্থিত সি কে ডি এল এ কর্মরত নারী পোশাককর্মীদের শুভেচ্ছা জানাতে আয়োজন করেছিল এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুরো কারখানাকে সাজানো হয় লাল, নীল,সাদা ,গোলাপী এবং হলুদ রংয়ের বেলুন দিয়ে ,কারখানায় ঢোকার সাথে সাথে সকল নারী কর্মীদের বরণ করা হয় একটি করে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে|
তাইতো কাজী নজরুল ইসলাম তার কবিতায় লিখেছেন ।
জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান
মাতা ভগ্নি বধুদের ত্যাগে হইয়াছে মহান।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে
কত নারী দিল সিঁথির সিদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপড়ি, কত বোন দিল সেবা
বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোন কালে একা হয়নি ক জয়ী পুরুষের তরবারী
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী।
রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী,
রানীর দরদে ধুইয়া গেছে রাজ্যের যত গ্লানি।
এই নারীদের অধিকার রক্ষায় এই প্রতিষ্ঠান সর্বদা কাজ করে চলেছেন এবং করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান এর, সি ই ও ডোনাল ফার্নান্দো ,এইচ আর এডমিন ও কমপ্লায়েন্স বিভাগের জি এম ,মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল্লাহ&-আল&-মাহ&মুদ, প্রোডাকশন জি এম ,এ এন এম জাকির মাহমুদ , এইচ আর ও ওডি বিভাগের এ জি এম,উজ্জ্বল হায়দার, সহ প্রতিষ্ঠান এর অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ|
জনাব আব্দুল্লাহ&-আল&-মাহ&মুদ, (জিএম-এইচ আর এডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) তার বক্তব্যে বলেন,বাংলাদেশের পোশাক খাতের অবদান রাখছে যে সকল নারী পোশাক কর্মীরা, তারাই আমাদের প্রেরণার উৎস| প্রতিনিয়ত তাঁরা জীবন যুদ্ধে নিজেদের অবস্থান সুদৃঢ় করে যাচ্ছে |তাদের শ্রদ্ধা জানাতে এই আয়োজন ,তারাই এই প্রতিষ্ঠান এর প্রাণ |তাদের পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত সি কে ডি এল এর আজকের এই সফল পথ চলা | আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের ব্যতিক্রমধর্মী শুভেচ্ছা জানিয়ে আয়োজক হিসেবে আমরাও নিজেদের ধন্য মনে করছি|
জনাব, উজ্জ্বল হায়দার এ জি এম (এইচ আর এডমিন এন্ড ওডি),মনে করেন ,নারীর প্রতি শ্রদ্ধা জানানো ,অর্থাৎ মায়ের প্রতি শ্রদ্ধা জানানো,সি কে ডি এল আমাদের কাছে সেই নারীরই প্রতিচ্ছবি, এই প্রতিষ্ঠানের প্রায় 90% কর্মীই নারী, কর্মক্ষেত্রে নারীদের অবস্থান সুদৃঢ় করতে যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে |তাদের স্বীকৃতি দিলে প্রতিষ্ঠান এর প্রতি এক মনস্তাত্ত্বিক সংযোগ স্থাপিত হয়, যা মালিক কর্মীর সম্পর্ককে আরও বেশি বন্ধুত্বপূর্ণ ও জোরালো করে তোলে|এই সত্যকে উপলব্ধি করেই সি কে ডি এল পরিবার আয়োজন করে যাচ্ছে এই সকল এমপ্লয়ি এঙ্গেজমেন্ট প্রোগ্রাম|যার ধারাবাহিকতায় নারীদের প্রতি সম্মান জানানোর এই বিশেষ আয়োজন|