নিউজিল্যান্ড বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস, বিপ্লব।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ১ সেপ্টেম্বর। পরেরটি ৩ সেপ্টেম্বর। শেষ তিনটি যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু বিকাল চারটায়, মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
১৯ সদস্যের দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমে