1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী আসছেন আগামীকাল

  • সময় রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১২৩৩ বার দেখা হয়েছে

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকা আসছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশের প্রতি নেপালের জনগণের শুভেচ্ছার নিদর্শন দেখাতেই তাঁর এই সফরের আয়োজন। সফরসূচি অনুসারে নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর পৃথক বৈঠক হবে। বিদ্যাদেবী ভান্ডারী ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর স্মারক বক্তব্য দেবেন। নেপালের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তির ও সই হবে। তার মধ্যে আছে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতা চুক্তি।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com