পরীক্ষার প্রস্তুতিপর্বে যা করবেন না

১. প্রস্তুতির চেয়ে প্রস্তুতি নিয়ে টেনশন করে সময় নষ্ট করা। ‘এত পড়া কখন পড়ব!’ ভাবতে ভাবতে সময় পার করা

২. ‘আমি সব পারি, পরীক্ষার আগে একবার দেখলেই হবে’ বা ‘বানিয়ে বানিয়ে লিখব’ এমন অতি আশাবাদ ব্যক্ত করা।

৩. এবার কোনোরকমে পরীক্ষাটা দিই, পরেরবার ভালোভাবে পড়ব-সান্ত্বনার এ ধরনের দুষ্টচক্র তৈরি করা।

৪. সব পড়ার দরকার কী? সব তো পড়ে আঁতেলরা। স্মার্টরা সব না পড়ে সাজেশন দেখে বেছে পড়ে—এই ভ্রান্ত ধারণায় আক্রান্ত হওয়া। পরীক্ষার আগের দিন পর্যন্ত শর্ট সাজেশনের অপেক্ষায় না পড়াও এ জাতীয় ভ্রান্ত ধারণা।

৫. অন্যেরা কেমন করছে এ নিয়ে ভাববেন না। আপনার পরীক্ষার ফলাফল নির্ভর করবে আপনার যথাযথ প্রস্তুতির ওপর।

৬. পরীক্ষার আগমুহূর্ত পর্যন্ত হুড়মুড় করে সব রিভাইজ করতে যাবেন না।

৭. মিডটার্ম বা ইনকোর্স পরীক্ষা কোনো ব্যাপার না। কোনোরকমে দিলেই হলো। এ জাতীয় ধারণা।

৮. এত পড়ে লাভ কী? সেই তো সেকেন্ড ক্লাসই পাব। বা বি গ্রেড পাব। এ ধারণার বশবর্তী হয়ে হতাশ হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *