পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। সোমবার (৭ জুন) পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনার ঘটনা ঘটে
পুলিশ ও উদ্ধারকারীদের বরাতে ডন জানায়, মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হলে আরেক লাইনে আসা স্যার সাঈদ এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন এটিকে তীব্রগতিতে আঘাত করে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধারকাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধারকাজ চলছে।