1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, আহত ৩০০

  • সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১১৩৮ বার দেখা হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার সকালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৭।

বেলুচিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে। তাদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমাচ্ছিলেন। ভূমিকম্পে দেয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে।

এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টর্চ জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।
সূত্র: বিবিসি।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com