সবুজ শ্যামল পৃথিবীর অস্তিত্ব যখন বিপন্ন বিষাক্ত গ্যাসের কবলে পৃথিবীর বাতাস যখন ভারি হয়ে এ প্রানির জীবন কে অসহনীয় করে তুলেছেন ঠিক এমনি সময় এ দেশের কিছু শ্রেষ্ঠ সন্তানেরা এ দুষর ভুবন কে রক্ষা করার জন্য একটি মাত্র পথ অধিকার করলেন গাছ লাগান জীবন বাঁচান ।
এ শ্লোগান কে সামনে রেখে সভানেত্রী গাছ লাগানোর মধ্য দিয়ে সকল পুলিশ সদস্যকে একটি করে গাছ রোপণ করার অনুরোধ করেন ।
তার – ই – ধারাবিহিকতায় গত ১১/০৮/২০২১ খ্রিঃ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাজীপুর এর সভানেত্রী জনাব মিসেস শারমিন আক্তার মালার সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এসএম শফিউল্লাহ্ বিপিএম, পুলিশ সুপার গাজীপুর। এ ছাড়া আর ও উপস্থিত ছিলেন পুনাকের সহ সভা নেত্রী নুরুন নাহার , ইসমত আরা , অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন পি পিএম ( বার) , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার(সদর ) ডাঃ নন্দিতা মালাকার ও শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।