পেশাদারিত্ব বলতে বোঝায় কর্মজীবনে একজন ব্যক্তি যে কোনও পেশার সঙ্গেই যুক্ত থাকুক না কেন সেই পেশা সম্পর্কে তার তাত্ত্বিক ও বাস্তবিক স্বীকৃত জ্ঞান থাকা, দায়িত্ব সম্পর্কে যত্নশীল হওয়া, সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করা, সংশ্লিষ্ট আচরণ বিধি মেনে চলা, সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা এবং কঠোর পরিশ্রম করা।
• অফিসকে বাসায় বা বাসাকে অফিসে নিয়ে আসবেন না। পেশাগত বা পারিবারিক দুশ্চিন্তা ও সমস্যা যেন একটি অপরটির শান্তিকে বিঘ্নিত না করে।
• কথায় ও কাজে আন্তরিক প্রাতিষ্ঠানিকতা বজায় রাখুন।
• কোনো মন্তব্য বা আচরণের প্রেক্ষিতে বস/ সহকর্মীর সঙ্গে বিরোধে জড়াবেন না। প্রকাশ্যেও কাউকে অপমান বা হেয় করবেন না।
• কর্মক্ষেত্রে সম্পর্কের জটিলতা বা ভুল বোঝাবুঝিকে ব্যক্তিগতভাবে না নিয়ে সবসময় সাংগঠনিকভাবে দেখুন।
• কোনো ভুল হয়ে গেলে যুক্তিখণ্ডন করবেন না। অন্যেরা বলার আগে নিজেই তা নিঃসংকোচে স্বীকার করুন।
সর্বদা অঙ্গীকার রাখা।