1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
সোশাল মিডিয়া : ভুল ধারণা, প্রকৃত সত্য নতুন বছর,নতুন বাংলাদেশ রক্তের বিকল্প শুধুই রক্ত তাই সেবাদানের ক্ষেত্রে রক্তদাতারা সমাজে উজ্জ্বল নক্ষত্র দীর্ঘসূত্রিতা : ধর্মীয় ব্যাখ্যা প্রতিভাবানদের সাফল্যের রহস্য কী? পান্তা-ইলিশ নয়, পান্তাপিয়া দিয়েই আসুন আমরা আয়োজন করি আমাদের বৈশাখী ঢাকা কোয়ালিফাইন লীগে ঢাকা ডায়মন্ডস স্পোর্টিং ক্লাবের বড় জয় কালোজিরা : নবীজী (স) যাকে বলেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা! নসিবো ভাইরাসে সংক্রমিত হওয়া থেকে সতর্ক থাকুন AABAD Khulna University এর অর্থায়নে ও এবং এন এফ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ।

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কম্পিউটার পেলেন কুমিল্লার তরুণ

  • সময় সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১১৩২ বার দেখা হয়েছে

শাহাদাত হোসেন শাকিল। বাড়ি কুমিল্লার নগরীর মুগলটুলি এলাকায়। গত ৭ ডিসেম্বর এই তরুণ সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন নাম্বারে এসএমএস করেন। তার পাঠানো এসএমএসটি নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁরই নির্দেশে সোমবার কুমিল্লা প্রশাসক ওই তরুণকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকা দামের একটি কম্পিউটার প্রদান করেন। শাকিল কুমিল্লার নগরীর মুগলটুলির বাসিন্দা আবদুল হালিমের ছেলে। তার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লার সদর উপজেলার পাথুরীপাড়া।

শাহাদাত হোসেন শাকিল জানান, কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর নাম্বারটি তার চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নাম্বারটি সংগ্রহ করে। দীর্ঘদিনের চেষ্টায়ও একটি কম্পিউটার কেনার সামর্থ্য না থাকায় একটু সহযোগিতা চেয়ে ওই নাম্বারে এসএমএস পাঠান। গত ৭ ডিসেম্বর এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাকিলকে ফোন করা হয়। এর একদিন পরই তার খোঁজ খবর নেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে। সোমবার (২৮ ডিসেম্বর) আমাকে জেলা প্রশাসক কার্যালয়ে ঢেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার প্রদান করেন।

কম্পিউটার পেয়ে শাকিল বলেন, আমাদের কোনো ভিটেমাটি নেই। একটি কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না। আমি প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অত্যন্ত খুশি। দোয়া করি তিনি যেন সুস্থ ও ভালো থাকেন।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, তরুণটি তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হওয়ায় প্রধানমন্ত্রী আমাদের সাথে যোগাযোগ করে বলেন, তাকে একটু সহযোগিতা করার জন্য। তাকে আমরা জিজ্ঞাসা করেছি কি সহযোগিতা পেলে তার জীবন সহজ হয়। আমাদেরকে জানায় গ্যাফিক্স ডিজাইনসহ সে কম্পিউটারের অনেকগুলো বিষয় জানে। তার দাবি ছিল যদি একটি কম্পিউটার কিনে দেওয়া হয় তাহলে সে পরিবারসহ ভালো থাকবে। আমরা সেই লক্ষ্যে একটি সুন্দর জীবনের প্রত্যাশায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি কম্পিউটার কিনে দিয়েছি। আমরা মনেকরি এই সহায়তায় পরিবারসহ তরুণটি ভালো থাকবে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com