নারায়ণগঞ্জ প্রতিনিধি: এম, এ মান্নান (পাভেল)
প্রাচ্যের ডান্ডিখ্যাত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বসানো হয়েছে অক্সিজেন ট্যাংক। যা করোনা রোগীদের হাই-ফ্লো অক্সিজেন দিতে পারবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অক্সিজেন ট্যাংক বসানো হলেও অপেক্ষা রয়েছে লিকুইড অক্সিজেন সরবরাহের।
হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. আবুল বাসার জানান, হাসপাতাল চত্ত্বরে অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় এই ট্যাংক স্থাপন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর হতে লিকুইড অক্সিজেন সরবরাহ করা হবে। তখন করোনা রোগীদের হাইফ্লো অক্সিজেন সেবা অধিকতর সহজ হবে অর্থ্যাৎ করোনা রোগীদের অক্সিজেন সেবা দিতে কোন ধরনের সমস্যা থাকবে না। অধিদপত্র হতে এক সাপ্লাইতে ১৪ হাজার টন লিকুইড অক্সিজেন আসবে, যা দিয়ে ৫০০ শয্যা কাভার করা সম্ভব, যদিও বর্তমানে হাসপাতালে আইসিইউ ও আইসোলেশন মিলিয়ে ১১০ শয্যা বিদ্যমান, পরবর্তীতে হাসপাতালে শয্যা বৃদ্ধি করা হলেও অক্সিজেন সরবরাহে কোন সমস্যা হবেনা।