1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন উগান্ডার ইয়োভেরি মুসেভেনি

  • সময় রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ১১২৬ বার দেখা হয়েছে

উগান্ডার দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি পুনরায় দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।দেশটির নির্বাচনী কর্মকর্তারা নির্বাচন শেষে এ তথ্য প্রদান করেন।১৯৮৬ সাল থেকে উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়োভেরি মুসেভেনি।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইয়োভেরি মুসেভেনি প্রায় ৫৯ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তবে ইয়োভেরি মুসেভেনির নিকটতম প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন নির্বাচনে প্রতারণার অভিযোগ তুলেছেন। সাবেক পপস্টার ববি ওয়াইন অঙ্গীকার করেছেন, ইন্টারনেট সংযোগ পুনস্থাপনের পর নির্বাচনে প্রতারণার প্রমাণ তিনি বিশেষভাবে উপস্থাপন করবেন।

উল্লেখ্য,নির্বাচনকে কেন্দ্র করে ইন্টারনেট শাটডাউন করেছিল সরকার। যার তীব্র সমালোচনা করেছেন অধিকাংশ ভোটার ও নির্বাচন পর্যবেক্ষকরা।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com