বাংলা ছিল ভারতবর্ষের সমৃদ্ধতম অঞ্চল। মুকুটের সবচেয়ে উজ্জ্বল রত্নটির মতোই ছিল
বাংলার ঐশ্বর্য। শুধু সম্পদেই নয়, সমৃদ্ধি ছিল এ জাতির মেধায় মননে ও জীবনধারায়।
কিন্তু কয়েকশ বছরের পরাধীনতা, নিষ্ঠুর সাম্রাজ্যবাদী শাসন আর শোষকগোষ্ঠী
কর্তৃক আমাদের নৈতিকতা ও আত্মবিশ্বাস গুঁড়িয়ে দেয়ার সর্বাত্মক চেষ্টায়
সবই এসে ঠেকে শূন্যের কোঠায়।
তারপর নানা দুর্যোগ-দুর্বিপাকের কাল পেরিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে
স্বাধীন রাষ্ট্র হিসেবে ৫০ বছর আগে যাত্রা শুরু করে বাংলাদেশ।
অর্ধশতাব্দীর মাইলফলক স্পর্শ করার এ শুভক্ষণে আসুন—একটি মানবিক
বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় একাত্ম হই। হই ঐক্যবদ্ধ। যে দেশে প্রত্যেকের
অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং সম্মান হবে সুনিশ্চিত। যেখানে দান বা
যাকাত গ্রহণ করার মতো দরিদ্র কেউ থাকবে না। জাতিধর্মবর্ণ নির্বিশেষে
থাকবে প্রতিটি মানুষের স্বাধীন আত্মবিকাশের অধিকার।
লাখো শহিদের রক্তে ভেজা পবিত্র এই মাটিতে
সকলের মেধা বিকশিত হবে সৃষ্টির কল্যাণে।
এই প্রতিজ্ঞা ও মনছবি পূরণেই তিন দশক ধরে কাজ করে যাচ্ছে
কোয়ান্টাম। বড় এই লক্ষ্য পূরণে প্রয়োজন সবার অংশগ্রহণ।
এজন্যে চাই সঙ্ঘবদ্ধতা, পারস্পরিক সহযোগিতা এবং বিশ্বাস।
গৌরবোজ্জ্বল অতীতকে স্মরণে রেখে সময়, শ্রম ও মেধাকে
পুরোপুরি বিনিয়োগ করতে পারলেই রচিত হবে
সোনালি ভবিষ্যৎ।
আসুন সৎসঙ্ঘে সঙ্ঘবদ্ধ হই।
বিশ্বাসের সাথে নিজের কাজটি
সবচেয়ে ভালোভাবে করি।