1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

  • সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১০ বার দেখা হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দুইবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার বাকি ৪৭ আসামিকেও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীরের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

রায়ে ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড ও কয়েকজনের ৯ বছরসহ বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। রায়ে সর্বনিম্ন সাজা দেয়া হয়েছে চার বছরের।

বৃহস্পতিবার সকালেই এ মামলায় জেলহাজতে থাকা তালা-কলারোয়া আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪আসামিকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ২৭ জানুয়ারি মামলাটির যুক্তিতর্ক শেষে ৪ ফেব্রূয়ারি আদেশের জন্য দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার ৫০ আসামির মধ্যে ১৫ জন পলাতক রয়েছেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com