1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবির ২৩ শিক্ষক

  • সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১০১৫ বার দেখা হয়েছে

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় চলতি বছরে স্থান পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৩ জন শিক্ষক।

তালিকায় ১ হাজার ৭৮৮ জন গবেষকের মধ্যে স্থান পেয়েছেন তারা। সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। র্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।

তালিকায় পবিপ্রবির শিক্ষকদের মধ্যে রয়েছেন ড. মো. সাইফুল ইসলাম, ড. মো. সামসুজ্জামান, ড. আব্দুল কাইয়ুম, ড. মুহাম্মদ আবু সিদ্দিক, ড. ফেরদৌস আহম্মেদ, ড. এসএম হেমায়েত জাহান, ড. নেসার উদ্দিন আহমেদ, ড. শাহ মো. আশরাফুল ইসলাম, ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ড. দিব্যেন্দু বিশ্বাস মেডিসিন, ড. মিল্টন তালুকদার, ড. মো. সাজেদুল হক, ড. মো. মইনুল হাসান, ড. শামীম মিয়া, ড. ফারজানা ইসলাম রুমী, ড. মো. আহসানুর রেজা, ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ড. মো. সুজাহাঙ্গীর কবির, ড. এসএম তৌহিদুল ইসলাম, ড. মোহাম্মদ এনামুল হক কায়েশ, ড. মো. সেলিম আহমেদ, ড. মো. মহসিন হোসাইন ও ড. মোহাম্মদ আতিকুর রহমান।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

সূত্র : বণিকবার্তা (১৪ অক্টোবর, ২০২১)

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com