ভ্রাম্যমান আদালতে ভুয়া ডেন্টাল ডাক্তারকে ১ বছরের জেল ১ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি ভ্রাম্যমাণ আদালতের রায়ে ভুয়া ডেন্টাল চিকিৎসক মো. নাসির উদ্দিন (৩৮)-কে ১ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে অতিরিক্ত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

৭ জুলাই, সোমবার দুপুর ১২টায়,  নাসির ডেন্টাল ক্লিনিক (বানা ইউনিয়নের কঠুরাকান্দি/টাবনী গ্রামে অবস্থিত)।  অভিযানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

অভিযুক্ত তার প্রেসক্রিপশন প্যাড ও ট্রেড লাইসেন্সে “লোকাল ডেন্টাল কোর্স সম্পন্ন” এবং “দন্ত চিকিৎসক” হিসেবে পদবি ব্যবহার করছিলেন। তবে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর কোনো বৈধ রেজিস্ট্রেশন বা স্বীকৃত ডেন্টাল ডিগ্রি প্রদর্শন করতে ব্যর্থ হন।

মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ধারা ২২ লঙ্ঘনের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়। রায় কার্যকর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা পেশায় যোগদান বা বিশেষায়িত পদবি ব্যবহার করা আইনত দণ্ডনীয়।

জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড ও প্রদান করেন আদালত। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনাটি জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মনিটরিং ও শাস্তিমূলক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *