1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

মাস্কের বিকল্প নেই করোনার সংক্রমণ ঠেকাতে

  • সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ১১৬৪ বার দেখা হয়েছে

করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক নাকি টিকা, কোনটি বেশি কার্যকর, তা নিয়ে দুই ধরনের বক্তব্য এসেছে এক আলোচনা সভা থেকে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক আলোচনা সভায় গবেষক ও অর্থনীতিবিদরা বলছেন, করোনার সংক্রমণ ঠেকাতে মাস্কের বিকল্প নেই। সবাইকে মাস্ক পরাতে হলে এটিকে সামাজিক রীতিতে পরণিত করতে হবে।

অন্যদিকে, সরকারের প্রতিনিধিরা বলেছেন, তাদের কাছে এ মুহূর্তে মাস্ক গুরুত্বপূর্ণ নয়। কারণ, মানুষ মাস্ক পরতে চায় না। মানুষের কাছে বিনা পয়সায় মাস্ক পৌঁছে দিতে ১০ টাকা করে খরচ পড়বে। তাই মাস্কের চেয়ে এখন টিকার দিকে সরকারের মনোযোগ বেশি।

বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশফিক মোবারক ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © RMGBDNEWS24.COM