1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

মিরপুরের পল্লবীতে HCSB এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সময় সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৩৫৩ বার দেখা হয়েছে

HCSB এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দ্যা ইনফরমেশন ক্রাফ্টের অফিসে সংগঠনের প্রধান উপদেষ্টা ও আরএমজিবিডি নিউজের সম্পাদক কবির আহম্মেদ লিন্জুর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।এ সময় সংগঠনের ফাউন্ডার মেম্বার, আনোয়ার হোসেন, সোহেল রানা,বুলবুল আহম্মেদ,পাভেল হোসেন,ইমরানুল ইসলাম,মিয়া মোহাম্মদ মুসা,আহম্মেদ ইমন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“আমরা যেতে চাই সেখানে যেখানে যেতে পারিনি কেউ” এই শ্লোগান নিয়ে ২৫ শে জানুয়ারি ২০১৭ HCSB এর যাত্রা শুরু হয়। হাটিহাটি পা পা করে ৫ বৎসর পূর্ন হলো সংগঠনটির। HCSB ভালোবাসার মানুষের টানে আজ এই পযর্ন্ত এসেছে।এটি একটি অলাভজনক সংগঠন। এই অলাভজনক প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল স্যার, সহকর্মী, সহযোদ্ধা, চাকুরীজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণীর সদস্যরা বিভিন্নভাবে সহযোগিতা করছেন,তাতে আমি অভিভূত ।আপনাদের সবাইকে HCSB পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।সেই সাথে অগনিত চাকুরীচ্যূত সহকর্মীকে যারা নিরবে চাকুরী দিয়েছেন এবং বেকার ভাই বোনদের চাকরির ব্যবস্থা করতে সহযোগিতা করেছেন তাদেরকেও HCSB পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ।এখানে প্রত্যেকে যে যার যোগ্যতা অনুযায়ী বেকারদের জব দেওয়ার জন্য চেষ্টা করে।যেটা এই সংগঠনের সবচেয়ে মহৎ কাজ।

২০১৭ সাল থেকে ২০২১ সাল পযর্ন্ত HCSB যে সকল কাযর্ক্রম এখন পর্যন্ত সম্পূর্ন করেছ;

২৫শে জানুয়ারি ২০১৭ইং কয়েকজন বন্ধু, বান্ধবী, কলিগ এবং সহকর্মী মিলে HR আড্ডা পেজ দিয়ে যাত্রা শুরু করি।

২৬শে মার্চ ২০১৭ইং মিরপুর স্টেডিয়ামে HR আড্ডা প্রোগ্রামটি হয়।

১লা মে ২০১৭, শ্রম আইনের উপর প্রশিক্ষন প্রদান করি। প্রশিক্ষক ছিলেন খন্দকার টি আহম্মেদ

১৪ই জুলাই ২০১৭, মিরপুর স্টেডিয়ামে HR আড্ডা মিটিং এর মাধ্যামে সকলের মতামত গ্রহন করে HCSB নাম করা হয়।

১৫ই সেপ্টেম্বর ২০১৭ইং, বিএসসিআই প্রশিক্ষন এর আয়োজন করা হয়। প্রশিক্ষক ছিলেন – খাজা সাইফুল্লাহ স্যার।

২০শে অক্টোবর ২০১৭ ইং উত্তরাতে চা- চক্র আয়োজন করা হয়।

১৭ ই নভেম্বর ২০১৭, স্মার্ট ট্রেনিং- প্রশিক্ষক – আব্দুল আলিম স্যার।

৮ই ডিসেম্বর ২০১৭ ইং দিয়াবাড়ী চা – চক্র আয়োজন করা হয়।

৫ই জানুয়ারি ২০১৮ ইং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিটিং এর আয়োজন করা হয়।

১২ই জানুয়ারি ২০১৮, চট্রগ্রামে চা- চক্র আয়োজন করা হয়।

২৫শে জানুয়ারি ২০১৮ ইং মিরপুর-১০ জন্মদিন পালন করা হয়।

২ই ফ্রেবয়ারী ২০১৮ মিরপুর কালশী ৩৫০ জনের শীত বস্ত্র প্রদান করা হয়।

২ই মার্চ ২০১৮ ইং HCSB পিকনিক এর আয়োজন করা হয়।

৬ই এপ্রিল -২০১৮ গাজীপুর চা- চক্র আয়োজন করা হয়।

১১ই মে ২০১৮ Emotional Intelligence & Buyers CoC -প্রশিক্ষক ছিলেন- মি: শাহেদুজ্জামান রবিন এবং মি: কবির আহম্মেদ স্যার।

১৫ মে ২০১৮ইং এয়ারপোর্ট উত্তরা শিশুদের মাঝে বস্ত্র এবং খাবার বিতরন করা হয়।

১০ই আগষ্ট ২০১৮ইং দিয়াবাড়ী চা- চক্র আয়োজন করা হয়।

১২ই অক্টোবর ২০১৮ Amfori BSCI ট্রেনিং এর প্রশিক্ষক – মোতাহের হোসেন স্যার

৭ই ডিসেম্বর ২০১৮ইং – শ্রম আইন ট্রেনিং- প্রশিক্ষক – খন্দকার টি আহম্মেদ

২৫ শে জানুয়ারি ২০১৯ ইং HCSB জন্মবার্ষিকী পালন করা হয় মিরপুর-ডিওএইচএস

১লা মার্চ ২০১৯ইং বাষির্ক বনভোজন আয়োজন করা হয় নন্দন পার্কে।

১লা মে ২০১৯ইং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিটিং এর আয়োজন করা হয়।

৩০শে আগষ্ট ২০১৯ইং Smart & Efficient ট্রেনিং -প্রশিক্ষক – আশরাফুল আলম মিরাজ

১৭ই জানুয়ারি ২০২০ ইং বাষির্ক বনভোজন ও মিলনমেলা

২৭শে নভেম্বর ২০২০ইং- Sadex এর ট্রেনিং- প্রশিক্ষক : মো: নাজমুল হক তুশার

এছাড়া HIGG FAM এর ট্রেনিং ITS এর মাধ্যামে ৮০ জন এবং UL এর মাধ্যামে ৫০ জন করে মোট ১৩০ জনকে ফ্রি ট্রেনিং করানো হয়…..!

♦ HCSB সকল কাযর্ক্রম গুলো মিটিং এর মাধ্যামে আলোচনা করে আমাদের সম্মানিত উপদেষ্টাদের সাথে মতামত গ্রহন করে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আমাদের শ্লোগান

“আমরা যেতে চাই সেখানে
যেখানে যেতে পারিনি কেউ”
এই শ্লোগান কে সামনে রেখে আপনাদের সকলকে নিয়ে এগিয়ে যেত চাই।

আপনাদের সকলকে অনুরোধ করছি HCSB এর পাশে থাকুন, HCSB আপনাদের সকলের কাছে গ্রহণযোগ্য আছে থাকবে।
পরিশেষে বলতে চাই HCSB আপনার আমার সকলের সংগঠন। দলমত নিবির্শেষে আমরা সকলে এগিয়ে নিয়ে যাবো ইনশাহআল্লাহ।
এইচসিএসবি এর সাথে থাকুন অংশগ্রহণ করুন সকল কাযর্ক্রমে। আপনাদের পাশে আছি থাকবো।

এইচসিএসবি সকল কাযর্ক্রম গুলো গ্রুপে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এক নজরে।

লেখক
ইমরানুল ইসলাম
প্রতিষ্ঠাতা সদস্য; HCSB

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com