1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

মিয়ানমারে সেনা অভ্যূত্থান ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা

  • সময় সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৯১০ বার দেখা হয়েছে
Berlin, Germany - November 04: Antonio Guterres, High Commissioner for Refugees of UNHCR, attends a press conference in german foreign office on November 04, 2015 in Berlin, Germany. (Photo by Michael Gottschalk/Photothek via Getty Images)

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি নেত্রী অং সান সু চিসহ তাঁর দলের অন্য নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখাতে দেশটির সামরিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

মিয়ানমারের সবশেষ ঘটনাপ্রবাহের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের পক্ষে এ মর্মে তাঁর মুখপাত্র স্টেফানি দুজারিক একটি বিবৃতিতে দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নতুন পার্লামেন্ট শুরুর প্রাক্কালে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ত ও অন্য রাজনৈতিক নেতাদের আটক করার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটেছে, তা দেশটির গণতান্ত্রিক সংস্কারের ওপর মারাত্মক আঘাত হেনেছে।

মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের বৃহত্তর স্বার্থে দেশটির সকল নেতাকে এক সাথে কাজ করতে হবে বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, অর্থপূর্ণ সংলাপে বসতে হবে, সহিংসতা থেকে বিরত থাকতে হবে।সর্বাবস্থায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকতে হবে।

উল্লেখ্য মিয়ানমারে সামরিক অভ্যুত্থান করে দেশটির সেনাবাহিনী। তারা দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের আজ সোমবার ভোরে গ্রেপ্তার করেছে।

মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং তারা মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।ঘোষণা দিয়ে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com