1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
আজও উৎপাদন বন্ধ আশুলিয়ার ২১৯ কারখানায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক পরিবেশ উপদেষ্টার নির্দেশে প্রবেশ ফি কমলো বোটানিক্যাল গার্ডেনের আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য ৫৮ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইতিহাসের পাতায় ১১ সেপ্টেম্বর উষ্ণ হৃদয় ও ঠান্ডা মস্তিষ্কের সম্মিলনে মানুষ হয় ভালো মানুষ, দেশ হয় ভালো দেশ ইতিহাসের পাতায় ১০ সেপ্টেম্বর আন্দোলন যেন থামছেই না, কার্যাদেশ হারানোর শঙ্কা সিভিল সার্জনের কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখেই তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধের প্রারাম্ভিক সূচনা ১৯৭১

  • সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১১৩৮ বার দেখা হয়েছে
জীবনের দর্পণ – ৫
স্মৃতির পাতা থেকে ‌:
সাময়িক প্রেক্ষাপট  ও মুক্তিযুদ্ধের প্রারাম্ভিক সূচনা ১৯৭১।
জহুরুল হক
গত বছর ডিসেম্বর মাসেই বাড়িতে চলে এলাম । কামারগ্রাম থাকা ঠিক হবে না । যদিও ওখানে থেকে এস এস সি পরীক্ষা দেওয়ার আগে চলে আসা যেতো তথাপি বাড়িতে থেকে লেখাপড়া করাটা উত্তম মনে হলো ।
কারন , মাত্র ৩ মাস পর এপ্রিল মাসে এস এস এস পরীক্ষা হবে । ইত্যবসরে দেশে শুরু হয়েছে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা । এসএসসি পরীক্ষার form fill-up হয়েছে ।
এখন পরীক্ষা অনিশ্চিত যা লোক মুখে ও বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনতে পাচ্ছি ‌। কিন্তু আমার লেখা পড়া ঠিকমতো চলছে । বাড়িতে ছোট শ্রেণীতে পড়া ভাইবোনদের নিয়ে ঘর গৃহস্থালি কাজে মাকে সাহায্য করছি ।
সংসারে মা বাবা কঠোর জীবন সংগ্রামে লিপ্ত রয়েছেন । মা বাড়ি , ছেলে মেয়ে, ‌কাজের মানুষ নিয়ে সংসারিক কাজে ভীষণ ব্যস্ত । বাবাকে দেখি অন্ধকার থাকতে কোথায় যেনো চলে গিয়েছেন ।
৭/ ৮ টার সময় খবর পাঠিয়েছেন ৮/১০ জন কৃষান ফসল মাঠে নেমেছে ।‌ ওদের সকাল দুপুর দুবেলা খাবার দিতে হবে । সহসা মায়ের কি ব্যস্ততা !
মাকে জিজ্ঞেস করাতে স্বভাব সুলভ ভঙ্গিতে বলে উঠতো আর বলিস্ নে এতো তাড়াতাড়ি কি করে রান্না করি ? সকালের খাবার দিতে অনেক বেলা হয়ে যাবে ? আবার দুপুরের খাবারও দিতে হবে। তবে ঘরে বাজারের কমতি ছিল না ।
প্রতিদিন অনেক অনেক দুধ , মাছ , কলা , বিভিন্ন ধরনের শাক সবজির বাজারে রান্না ঘর ভর্তি থাকতো । বাড়িতে রাবি , ছোট বোন মোমেনা আছে । তাছাড়া আমার এক মামাতো বোন কহি ও থাকতো । তেমন অসুবিধা হতো না ।
দুপুর হলে আব্বার হাটে চলে যাওয়ার প্রস্তুতি । সপ্তাহে ৭ দিনই হাট ।‌ তেলের ব্যবসা । কেরোসিন , সাদা কেরোসিন ‌, নারকেল , সরিষা , বাদাম তেল । বাড়িতে সাবান , সোডা , জিরে , তেজপাতা , লবণ ইত্যাদি । আমাদের দক্ষিণ ঘরটা এসব মালামালে ভর্তি থাকতো । এগুলো মাপার জন্য দাঁড়ানো নিক্তি কাটা ছিল ।
আর দৌলতপুর মোকামে যাওয়া তো থাকছেই । আব্বা রাতে মোকামে যেতেন । তখন চোর ডাকাতের ভীষণ উপদ্রব ছিল । আব্বা রাত ১০ টার পর মোকামে যেয়ে পরের দিন দুপুর নাগাদ ফিরে আসতেন ।
আসবার সময় ভালো পারুটি ও অন্যান্য শুকনো খাবার কিনে আনতেন । আমরা দুধ চিনি দিয়ে এ পারুটি মজা করে ভিজিয়ে খেতাম । লোহাগাড়া , নড়াইল , যশোর হয়ে দৌলতপুর যেতে হতো ।
এ রাতে হিরু ডাকাত আব্বাকে রাতে নগদ টাকা সহ রাস্তা পার করে দিতে সাহায্য করতো । আপনারা কি কখনো শুনেছেন বা দেখেছেন ?  ডাকাত একজন ব্যবসায়ীর জানমাল ও টাকা পয়সা লুট করার পরিবর্তে তাকে রাতের নিরাপত্তা নিশ্চিত করে যাত্রাপথে সাহায্য করতে ? আমার আব্বার ক্ষেত্রে তা ঘটেছিল ।
বলতে গেলে আব্বা ২৪ ঘন্টাই ব্যস্ত , মহাব্যস্ত মানুষ ! কখন ঘুম আর কখন জাগা তা তাঁর জীবনে ঠিক ঠিকানা ছিল না। প্রতিদিন কঠিন সংগ্রাম । আমরা পরিবারের সকলে মা বাবার কঠিন সংগ্রামের সফল । দুজনে ঘরে বাইরে ।
সে তুলনায় আমরা ছেলে ও মেয়েরা শুধু লেখাপড়া আর মাকে ফাঁকে ফাঁকে সহায়তা করা ছাড়া সবক্ষেত্রে বাবু আনা করেছি । কোনোদিন কোনো ভাইবোন মাঠে ঘাটে বনে বাদাড়ে টুকি মেরেও দেখিনি।
বাড়িতে এসে মা বাবার এ নিদারুণ কষ্ট ও সংগ্রাম দেখে নিজেকে আরো উৎসাহিত বোধ করতাম । এজন্য ভাইবোন নিয়ে সারাক্ষণ ব্যস্ত থেকেছি । আমার ছোট ভাই  কওছার লেখাপড়ায় ঢিল‌ দিয়েছে  তাকে নেকি আব্বা জায়গা জমি দেখাশোনা ও আব্বার ব্যবসার সাথে জড়িত রাখবেন ।
এ সুযোগ সে গ্রহণ করছে কিন্তু বাস্তবে তার কোনো লাভ হয়নি । সব ভাইবোন পড়াশোনা করে বাইরে চলে গেলে এ সংসারে আব্বা একা মানুষ কি করে চালাবেন ? তাছাড়া , এমন লাভজনক ব্যবসা তো আর হাতছাড়া করা যায় না ?
ফেব্রুয়ারী মাস থেকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে লাগল ।
আওয়ামী লীগ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া স্বত্বেও আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য ডাকা হচ্ছে না । জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তানের পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টোর সাথে সলা পরামর্শ করছেন । তিনি শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করেছেন না । টালবাহানা করছেন । এমন কি সরকার গঠনেরও আহ্বান জানাচ্ছেন না । ( চলবে )

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © RMGBDNEWS24.COM