ফরিদপুরের আলফাডাঙ্গায় আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ টা থেকে শুরু হওয়া মুজিব শতবর্ষ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত চার দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জনাব মোঃ মাহিদুল ইসলামের সঞ্চালনায়, জনাব মোঃ রফিক,জনাব মোঃ মিজান এবং জনাব মোঃ আসলাম এর আম্পায়ারিং এ জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ফাইনালে হরোশীৎ এর লক্ষীপাশা ভলিবল একাদশের সঙ্গে আল-যাবিরের জোনাসুর একাদশের হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে উক্ত খেলাটি দর্শকের হৃদয় স্পর্শ করে ৷ লক্ষীপাশা একাদশ শ্বাসরুদ্ধকর ফাইনালে বিজয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌহিদ এলাহি,উপজেলা চেয়ারম্যান জনাব জাহিদুল হাসান,পৌর মেয়র সাইফুর রহমান।