খেলার নিয়মই এইটা যে- একদল হারবে, একদল জিতবে। একই সাথে দুই দলের জেতা সম্ভব নয়। আর্জেন্টিনার ব্যাড লাক ছিল যে, ভাগ্য বরাবরই তাদের হতাশ করে এসেছে। আজকের খেলা এটাই প্রমাণ করে যে আপনি যতই ভাল খেলেন, যতগুলা কাপই বাসায় নিয়ে সাজায় রাখেন না কেন, ভাগ্য আপনাকে সাপোর্ট না করলে, জয় অসম্ভব।
অন্যকে তাচ্ছিল্য করার আগে ভাবতে হবে, প্রকৃতি একদিন নিজেকেই না আবার এমন তাচ্ছিল্যের জায়গায় এনে দাঁড় করিয়ে দেয়।
ব্রাজিলের খেলা ভাল ছিল; ভাগ্য সহায় হয়নি। নেইমার বরাবরই একজন ভাল খেলোয়ার। এই কথা অস্বীকার করা যাবেনা। রঙিন টিভিতে আর্জেন্টিনার জয় দেখার প্রবল ইচ্ছা যাদের ছিল, সম্ভবত তাদের সে ইচ্ছা এখন পূরণ হয়েছে।
মানুষ যতটা না আর্জেন্টিনাকে ভালোবাসে, তারচেয়েও বেশি ভালোবাসে মেসিকে। মেসির পায়ের জাদুতে এত বেশি মুগ্ধ হয়ে আছে ভক্তদের চোখ, তার হাতে একটা ট্রফি দেখতে না পেলে, আফসোস রয়েই যেতো।