আগুন দেখতে পেয়ে উক্ত প্রতিষ্ঠানের ক্লিনার রোমেলা কতৃপর্ক্ষকে জানায়। কতৃপর্ক্ষ জানার সাথে সাথে উক্ত প্রতিষ্ঠানের সিকিউরিটি অফিসার সহ অনান্য ব্যক্তিদের মাধ্যমে আগুন নিবার্পন যন্ত্রের মাধ্যমে নিভাইতে সক্ষম হয়। জন রন সোয়েটার্স লিঃ এর শিপমেন্ট এর মালামাল প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়। আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। মামলার নাম্বার ৫৩৭৩ ( ০৯-১০-২০২১ইং) । ওসি এসএম কামরুজ্জামান আরএমজিবিডি নিউজ ২৪. কম এর প্রতিনিধি কে জানিয়েছে যে কি কারনে এমন ঘটনা সে ঘটালো এবং এর সাথে কে বা কারা জড়িত আছে সেগুলো আমরা জানার চেষ্টা করছি। তিনি আরো বলে এই ঘটনা আমরা বিশেষ ভাবে তদন্ত করে দেখছি এর সাথে কোন দেশি বিদেশী কোন চক্রান্ত আছে কিনা। ফ্যাক্টরীর এইচআর ডিপার্টমেন্ট এর হেড মনিরুজ্জামান বলেছেন অভিযুক্ত আসামী জয়নব খাতুন তাদের কাছে স্বীকার করেছে তার সাথে জড়িত ছিলো উক্ত প্রতিষ্ঠানের কিউসি আলমগীর হোসেন। ঘটনা স্থলে পরির্দশন করেন শিল্প পুলিশ, বিজিএমইএ এবং কলকারখানা প্রতিষ্ঠান।