1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

রাজধানীতে বজ্রপাতে শিশুর মৃত্যু

  • সময় শনিবার, ৫ জুন, ২০২১
  • ৯৭৯ বার দেখা হয়েছে

রাজধানীর মালিবাগে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের দিকে চৌধুরীপাড়ার আবুল হোটেলের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সাবিনা পাখি (১০)।

জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় শিশুদের সঙ্গে খেলা করছিল সাবিনা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে আজিজ নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশু সাবিনার বাসাও আবুল হোটেলের পেছনে বলে জানা গেছে।

পথচারী আজিজ  বলেন, বজ্রপাতে শিশুটি আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিল। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই গোলাম কুদ্দুস বলেন, বজ্রপাতে চৌধুরীপাড়ায় এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com