লকডাউনে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ থাকবে। শনিবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল।তিনি বলেন,’লকডাউনের সময় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে।’
করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। শনিবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কারণ করোনা আবারো ভয়াবহ অবস্থা ধারণ করেছে।