1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

শিল্পী মনির খাঁনের কৈশোরের প্রেমিকা অঞ্জনা

  • সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৮৭০ বার দেখা হয়েছে

প্রেমিকা অঞ্জনাকে নিয়ে বেশ কিছু গান করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।সারা দেশ জুড়েই গানের সেই অঞ্জনাকে নিয়ে এ শিল্পীর শ্রোতা-ভক্তদের আগ্রহের শেষ নেই। যাকে নিয়ে গান বেঁধেছেন তার প্রসঙ্গে বিস্তারিত জানালেন মনির খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘অঞ্জনাকে ভালোবেসেই জীবনটা কাটালাম। সে আমার কৈশোরের স্মৃতি,কৈশোরের ভাল লাগা।সেটা না-হলে এত বছর তাকে মনের ঘরে পুষে রাখতে পারতাম না। ’ অঞ্জনা এখন সৌদি প্রবাসী। মনির খান আরও বলেন, ‘স্কুলজীবনে অঞ্জনার প্রেমে পড়েছিলাম। পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়তো ক্লাস সেভেনে আর আমি নাইনে। একসঙ্গে চলাফেরার মধ্যে দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের। যদিও আমাদের দুজনের স্বপ্ন পূরণ হয়নি।আল্লাহ হয়ত চাননি, তাই আমাদের প্রেম পূর্ণতা পায়নি। সর্বশেষ প্রায় ৩৩ বছর আগে অঞ্জনার সঙ্গে দেখা হয়েছিল মনির খানের। সর্ম্পকের বয়স যখন সাত বছর তখন অঞ্জনার বাবা প্রেমের বিষয়টি জানতে পেরে তাকে বিদেশ পাঠিয়ে দেয়। তখন মনির খানদের আর্থিক অবস্থা খুব ভালো ছিলো না। বিত্তশালী ছিলেন না বলেই ভালোবাসা হারিয়েছেন বলে জানিয়েছেন মনির খান। তবে ভুলতে পারেননি তার কৈশোরের ভালবাসাকে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com