1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : ivenyyqszj66 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

শেখ রাসেলের জন্মদিনে সংসদ সদস্য মনজুর হোসেনের শ্রদ্ধাঞ্জলি

  • সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৬২১ বার দেখা হয়েছে

আজমুল আজিজ

শেখ রাসেলের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ফরিদপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর হোসেন বুলবুল। এক বার্তায় তিনি জানান, বঙ্গবন্ধুর ছোট সন্তান শেখ রাসেলকে নরপিশাচরা  নির্মমভাবে বুলেট বিদ্ধ  করাছিল। এটা  ছিল জাতির জন্য  জঘন্যতম অধ্যায়। তিনি উল্লেখ করেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট  ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। শিশু শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন মঙ্গলবার (১৮ অক্টোবর)। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com