1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

শ্বশুর অসুস্থ, বঙ্গবন্ধু টি–টোয়েন্টির ফাইনাল খেলছেন না সাকিব

  • সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ১২৯৩ বার দেখা হয়েছে

হঠাৎই যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে সাকিব আল হাসানকে। শ্বশুর অসুস্থ, তাই আজ রাতেই ঢাকা ছাড়বেন তিনি। এ কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলা হচ্ছে না তাঁর।

গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয়েছিল সাকিবের জেমকন খুলনা। ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বোলিং আর জহুরুল ইসলামের ব্যাটে ভর করে ফাইনালে পৌঁছে গেছে খুলনা। সাকিবও খুব একটা খারাপ করেননি। ব্যাট হাতে করেছেন ২৮। বোলিং করতে এসে ৩২ রানে নিয়েছেন ১ উইকেট। ম্যাচ শেষ কাল রাতেই হোটেল ছাড়েন তিনি।

সাকিবের যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল। তিনি বলেছেন, ‘সাকিব আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তাঁর শ্বশুর অনেকদিন ধরেই অসুস্থ। গতকাল রাতে জানা যায় সে তাঁর অবস্থা গুরুতর। যেহেতু পরিবার সবসময় প্রথমে। আর জেমকন খুলনা সবসময় এটাইকেই গুরুত্ব দেয়। ও কাল রাতে হোটেল ছেড়েছে। আজ ওর ফ্লাইট।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ৯ ম্যাচ খেলেছেন সাকিব। ১২.২২ গড় ও ১২০ স্ট্রাইক রেটে ১১০ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। কালকের ম্যাচেই টুর্নামেন্টে প্রথমবারের মতো দুই অংকের ঘরে যান সাকিব। বোলিংয়ে বরাবরের মতো মিতব্যয়ী ছিলেন সাকিব, সঙ্গে নিয়েছেন ৬ উইকেট।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টির পর ক্রিকেটারদের কিছুদিন ছুটি পাওয়ার কথা। এরপর জানুয়ারি-ফেব্রুয়ারির সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্প হওয়ার কথা। বড় দিনের পর জাতীয় দলের কোচরা বাংলাদেশে ফিরলে পুরোদমে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি। সব ঠিক থাকলে জাতীয় দলের ক্যাম্পে থাকবেন সাকিব।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com