আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে একজন মৃত্যুবরণ করায় এবং আরেকজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় এ দুটি পদ শূন্য রেখেই কমিটি দেওয়া হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক আ জ ম খসরু জানান, আজ রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কমিটি তাদের হাতে তুলে দেওয়া হয়। এরপরই তারা গণমাধ্যমে কমিটি পাঠিয়ে দেন।
তিনি জানান, কমিটির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ মারা যাওয়ায় তার পদটি শূন্য রয়েছে। একইভাবে সহ-সভাপতি শাজাহান খান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় তার পদটিও ফাঁকা হয়েছে।