শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে গিরিখাতে পড়ে অন্তত ১৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) দেশটির রাজধানী কলম্বো থেকে ২৪০ কিলোমিটার দূরে পাসারা শহরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে । ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। শনিবার সকালে বাসটি মোনেরাগালা-বাদুল্লা সড়ক থেকে গভীর গিরিখাতে পড়ে এই দুৃর্ঘটনাটা ঘটে বলে জানা যায়।।