সমস্যা ছাড়া কোনো জীবন নেই। এমন কোনো জীবন নেই যে জীবনে সমস্যা ছিল না এবং ক্রমাগত সমস্যা নাই।
জীবন মানেই হচ্ছে একটার পর একটা চ্যালেঞ্জ আসবে। আপনি ফেইস করবেন।
যেদিন সমস্যা আসবে না সেদিন বুঝবেন যে ‘ইউ আর নো মোর’ এই পৃথিবীতে আপনার আর প্রয়োজন নাই।
একবার একজন এলেন। বললেন, এই জীবনে সমস্যা আমার আর ভাল্লাগছে না। এত সমস্যা আমি আর সইতে পারছি না।
আপনি আমাকে এমন একটা জায়গার সন্ধান দিন আমি সেখানেই চলে যাব। যেখানে এই সমস্যা নেই।
তখন- রাত হয়েছে; আটটা বাজে। চেম্বার বন্ধ করে আমার ওঠারও সময়। আমি ভাবলাম যে ঠিক আছে, একটু মজাই করা যাক।
অনেক আগের কথা। সত্তরের দশকের শেষের কথা। তো আমি বললাম চলেন। আপনাকে ঐ জায়গায় নিয়ে যাব। খুব খুশি।
ওনাকে নিয়ে রিকশায় উঠলাম। যেতে যেতে আজিমপুর কবরস্থানে চলে গেলাম। কবরস্থানের ওখানে নেমে তাকে নিয়ে হাঁটতে শুরু করলাম এবং ভেতরে চলে গেলাম।
অন্ধকার রাত। কবরস্থান তো এমনিই শুনশান। কোনো সাড়া শব্দ নাই।
ভেতরে গিয়ে আমি বললাম, “এইবার আপনি এইখানে থাকেন। এখানে কোনো সমস্যা নাই। আরো সমস্যা থাকবে না যদি কোনো ভাঙা কবর পান। ঐ কবরের মধ্যে ঢুকে যদি বসে থাকতে পারেন আরো সমস্যা থাকবে না।”
তিনি বললেন, বলেন কী? আমার তো এখনই ভয় লাগছে। আপনি কি আমাকে রেখে চলে যাবেন?
আমি বললাম, আপনি যদি সমস্যামুক্ত জায়গায় থাকতে চান তাহলে আপনাকে রেখে যাব। আর সমস্যাযুক্ত জায়গায় যদি থাকতে চান তাহলে চলেন আমার সাথে। জীবনের পথে।
কারণ জীবন যতদিন আছে সমস্যা আসবে ‘এন্ড ইউ হ্যাভ টু ফেইস ইট’। সমস্যা থেকে ক্রমাগত উত্তরণের নাম হচ্ছে জীবন। তো বলেন এখন কোন পথে আসবেন? বললেন যে, না আমি আপনার সাথে আছি।
তো সত্য হচ্ছে এই যে, জীবন যতদিন আছে সমস্যা থাকবে।
[কোয়ান্টামম সাদাকায়ন, ১০ জানুয়ারি, ২০২০]