1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

সাতক্ষীরায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে হত্যা

  • সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১০৩৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার রাত বা আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ব্যক্তিরা হলেন শাহিনুর রহমান (৪০), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন (১০) ও মেয়ে তাসলিমা (৮)। তাঁদের বাড়ি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিশাগ্রামে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল এ খবর নিশ্চিত করে জানান, খলসী গ্রামে নিজেদের বাসায় একটি কক্ষে ঘুমিয়ে ছিল দুই ভাই-বোন সিয়াম ও তাসনিম। এর মধ্যে আজ ভোরে কে বা কারা ওই কক্ষে ঢুকে প্রথমে ভাই-বোনকে গলাকেটে হত্যা করে। এ সময় তাঁদের গোঙানির শব্দ শুনে পাশের কক্ষে থাকা মা সাবিনা খাতুন ও বাবা শাহিনুর রহমান জেগে উঠতেই তাঁদেরও একইভাবে হত্যা করা হয়। পরে দুর্বৃত্ততা বাইরে থেকে শেঁকল দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়।

শাহিনুরের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, ওই বাড়িতে তাঁদের মা ও ভাইয়ের পরিবারের চারজনসহ মোট ছয়জন থাকত। গতকাল বুধবার তাঁদের মা ও বড় ভাই আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। এর মধ্যে আজ ভোরে বাড়িতে গোঙানির শব্দ শুনে তিনি ছুটে আসতেই দেখেন সবাই মারা গেছে।

রায়হানুল অভিযোগ করেন, পাশের একটি পরিবারের সঙ্গে তাঁদের পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা তাঁর।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com