সাতক্ষীরার ২১ ইউনিয়নে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ। কলারোয়ার ১২ নং যুগীখালী ইউনিয়নের ওফাপুর ভোট কেন্দ্রে যেয়ে দেখা যায় নারী ও পুরুষ ভোটারদের লম্বা লাইন। ভোট কেন্দ্র ও এর আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ।
এবার ভোট যুদ্ধে প্রতিটি ওয়ার্ডে সাধারণ সদস্যসহ সংরক্ষিত সদস্য পদে ৬/৭ জন করে প্রার্থী ভোটে অংশ গ্রহণ করেছেন। চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি এসব সদস্য প্রার্থীরা প্রতিটি ভোটারকে জামাই আদর করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াসহ নির্ভুলভাবে প্রার্থীর প্রতিকে সীল মারার কৌশল বাতলে দিচ্ছেন।
ওফাপুর গ্রামের ভোটার মিজাজুর রহমান, সুমন হোসেনসহ অনেকেই জানান, ভোট কেন্দ্রের আসার পর প্রার্থীরা চা পানসহ নানা ধরণের সেবা করছে। মন ভোলানো কথা বলে ভোট আদায়ের চেষ্টা করছেন কোন কোন প্রার্থী। তবে একই এলাকায় একাধিক প্রার্থী থাকায় ভোটারা কেউ মুখ খুলতে নারাজ।
১ নং জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া ভোট কেন্দ্রে যেয়ে দেখা যায় প্রার্থীদের ভোটার নাম্বার নিয়ে বিভিন্ন প্রার্থীর কর্মীরা অপেক্ষা করছে ভোটারদের জন্য। ভোটাররা কেন্দ্রের আসা মাত্রই (ঢাকার গাবতলীতে পরিবহন হেলাপারের যাত্রী ধরার মতো) চেয়ারম্যান মেম্বার প্রার্থীর কর্মীরা সেবা আত্যি করার কাজে ব্যস্ত হয়ে পড়ছেন। পরে কেউ একজন ভোটারের কানে কানে কিছু একটা বলে নির্বাচনী বুথ পর্যন্ত এগিয়ে দিয়ে আসছেন।
এই কেন্দ্রের ভোটার কানিজ ফাতেমা, সবুরা খাতুন, সালেহা খাতুনসহ অনেকে জানান, উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হয়েছে। ভোট কেন্দ্রে বিভিন্ন প্রতীকের প্রার্থীরা ভোটের জন্য খায় খাতির করলেও তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন।