যখন একজন মানুষ অন্যের জন্যে নিজের আরামটা ছেড়ে দেয়, অন্যকে আরাম করতে দিয়ে নিজে কষ্টের কাজটা বেছে নেয় কষ্টের বিষয়টা বেছে নেয়- তখন কী হয়? তখন এটাকে আমরা কোয়ান্টামে বলি “ল’জ অব ন্যাচারাল রিটার্ন”।
প্রকৃতির প্রতিদান।
আসলে আল্লাহতায়ালা তো একটা প্রাকৃতিক নিয়ম করে দিয়েছেন, সেই নিয়মের মধ্য দিয়ে কাজ হয় এবং কাজ নষ্ট হয়। হয়ও সেই নিয়মের মধ্য দিয়ে আল্লাহ যে নিয়ম করে দিয়েছেন, আবার নষ্টও হয় সেই নিয়মের মধ্য দিয়ে।
যেটাকে আমরা বলি আমাদের কোর্সে প্রকৃতির প্রতিদান।
এবং আমার এজন্যে ভালো লাগছে যে আলোচনার বিষয়বস্তু যেটা হচ্ছে, সুস্থ জীবন চাইলে কাজ করুন মানুষের কল্যাণে।
আসলে মানুষের কল্যাণে কাজ করলে কী হয়? নিজে সুস্থ থাকা যায়। এবং সুস্থ থাকাটা কী?
সুস্থ জীবনটা কী?
আমরা আমাদের কোর্সে কী বলি? সুস্থ জীবনটা কী? আমরা আমাদের কমান্ড সেন্টার কেন করেছি?
কমান্ড সেন্টার আমরা করেছি অন্যের কল্যাণের জন্যে।