1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকোমেট্রিক্স-২০২৪

  • সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৮ বার দেখা হয়েছে

সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকোমেট্রিক্স-২০২৪ এ কোয়ান্টামের অ্যাওয়ার্ড জয়

১৫ ও ১৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে দুদিন ব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সাইকোমেট্রিক্স সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (সাবেক মহাপরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল) অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

এছাড়াও বিভিন্ন সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. কামাল উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের কনফারেন্স চেয়ার, সাবেক প্রধান এবং চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ রওশন আলী, ইউএসএ এমআইটির প্রফেসর এবং ইউম্যাস চ্যান মেডিকেল স্কুলের ফ্যামিলি মেডিসিন এন্ড কমিউনিটি হেলথ বিভাগের প্রফেসর ড. অ্যালিসন কে কারাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. সায়েমা হক বিদিশা।

বিভিন্ন সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ নৌবাহিনী ও কনফারেন্স কনভেনার কমান্ডার ড. জাহিদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এ. কে. এম. রেজাউল করিম।

প্রোগ্রামটিতে মানসিক স্বাস্থ্য, সাইকোলজি ও সাইকোমেট্রিক্সের সমন্বয়ে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কার্যক্রমের প্রদর্শনীতে অনন্য অবদান রাখার জন্যে এবং আন্তর্জাতিক কনফারেন্সের অফিসিয়াল ক্রাইটেরিয়া (নির্দিষ্ট ৫টি মানদণ্ডে নম্বরের র‍্যাঙ্কিং অনুযায়ী নির্ধারিত স্থান) অনুযায়ী র‍্যাঙ্কিং-এ কোয়ান্টাম ফাউন্ডেশন দ্বিতীয় স্থান অর্জন করে এবং পুরস্কৃত হয়। উল্লেখ্য, বাংলাদেশের স্বনামধন্য মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এতে অংশগ্রহণ করে। প্রথমবারের মতো অংশ নিয়েই কোয়ান্টাম ফাউন্ডেশন এ পুরস্কার লাভ করে। দুদিন ব্যাপী এই প্রোগ্রামটি সকাল ৯টা শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের প্রথিতযশা বিজ্ঞানীরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্টল থেকে যে-সব ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট সেবা দেয়া হয় :

  1. Lifestyle Scale
  2. Psychological Well-being Scale
  3. Beck Anxiety Inventory (BAI)
  4. Beck Depression Inventory (BDI II)
  5. Mental Health Continuum (MHC-SF)
  6. Job Stress Measure (JSM)
  7. Beck Scale for Suicidal Ideation (BSS)
  8. Beck Youth Inventories (BYI)
  9. Depression, Anxiety and Stress Scale (DASS)
  10. Emotional Intelligence Scale (EIS)
  11. Academic Resilience Scale (ARS)

আন্তর্জাতিক সাইকোমেট্রিক্স সম্মেলন ২০২৪-এ কোয়ান্টাম ফাউন্ডেশনের স্টলে প্রোগ্রামে অংশগ্রহণকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সেলিং সাইকোলজিস্ট, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট, স্কুল সাইকোলজিস্ট, জেনারেল সাইকোলজিস্ট, থেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট, সায়েন্টিস্ট ও সাইকোলজির শিক্ষার্থীরা বিভিন্ন মজার ও আকর্ষণীয় মনোবৈজ্ঞানিক আইটেম : AUTOSUGGESTION : Positive Coping Thoughts, Prayer is Good Medicine, What is the Purpose of Life?, Dissolve Your Negativity, Body Balance Test, Color Therapy এবং অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করেন। এতে মোট ১১৮টি অ্যাসেসমেন্ট সেবা ও কাউন্সেলিং প্রদান করা হয়। প্রোগ্রামে প্রবেশাধিকার সংরক্ষিত ছিল।

বিভিন্ন অ্যাসেসমেন্টের ওপর মনোবৈজ্ঞানিক কাউন্সেলর হিসেবে দিক-নির্দেশনা প্রদান করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ। সহযোগিতা করেন শিক্ষাসেবা কার্যক্রমের কর্মীরা এবং কোয়ান্টাম ফাউন্ডেশন শাহবাগ শাখার কোয়ান্টিয়ারবৃন্দ। স্টল থেকে অংশগ্রহণকারীদেরকে কোয়ান্টাম মেথড ব্রোশিউর, টোটাল ফিটনেস ব্রোশিউর, কোয়ান্টাম সৃষ্টির সেবায় ২৬ বছর ব্রোশিউর, সব সম্ভব Gen-Z স্টিকার, ভালো মানুষ ভালো দেশ স্টিকার, ট্রমা ম্যানেজমেন্ট ব্রোশিউর উপহার দেয়া হয়। স্টলে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রকাশনাগুলো অংশগ্রহণকারীদের মাঝে বেশ আগ্রহের সৃষ্টি করে। এ-ছাড়াও প্রোগ্রামে অংশগ্রহণকারীদের কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন সেন্টার-শাখার ঠিকানা সরবরাহ ও কোয়ান্টাম মেথড অ্যাপ ডাউনলোড করে দেয়া হয়।

প্রসঙ্গত, সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ সাইকোমেট্রিক সোসাইটি (বিপিএস), ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং জনস্বাস্থ্য ও তথ্যবিজ্ঞান বিভাগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com