1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ২০ সেনা

  • সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৪০৬ বার দেখা হয়েছে

কম্বোডিয়ার একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে গোলাবারুদে বিস্ফোরণের ঘটনা থেকে সেনা সদস্যরা প্রাণ হারান। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট এ তথ্য নিশ্চিত করেছেন।
কামপং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য আহতও হয়েছেন। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রী হুন মানেট। যদিও তিনি বিস্তারিত জানাননি।
হুন মানেট বলেন, কামপং স্পিউ প্রদেশের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবরে তিনি গভীরভাবে শোকাহত। কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী হুন মানেটের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রী হতাহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, সরকার তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ সহায়তা দেবে এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে।
#আল জাজিরা।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com